আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিরতণ। তারিখঃ ২৫/০৯/২০২৩ ইং।
৮ নং হাবড়া ইউনিয়নের আওতাধীন এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধীকার প্রকল্প, আশ্রয়ন-২ এর দ্বারা বাস্তবায়িত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২৭০ টি ঘর প্রদান করা হয়। গত ২১/৯/২০২৩ হতে টানা ৪ দিনের ভারী বর্ষনের ফলে আশ্রয়ন-২ প্রকল্পের বাস্তবায়িত মরনাই আবাসনের ঘরগুলিতে উপকারভোগীরা পানি বন্দি হয়ে পড়ে। স্থানীয়ভাবে এ তথ্য ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আনিসুজ্জামান সরকার জানতে পেরে তিনি ভোর বেলা হতে পানি বন্দি মানুষগুলোর খোঁজ নেওয়ার জন্য মরনাই আবাসন এলাকায় যান। সেখানে গিয়ে তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ সকল ব্যাক্তিদের খোঁজ নেন। যারা পানি বন্দি হয়ে ঘর হতে বের হতে পারছেনা, তাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পার্বতীপুর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, পার্বতীপুর মডেল থানা, এবং ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আনিসুজ্জামান সরকার এর মাধ্যমে জন প্রতি ১০ কেজি হারে জিআর চাল, রান্না করা খাবার, শুকনো খাবার প্রদান করা হয়। এর ফলে জনসাধারণ উপকৃত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস