১। অফিসের নাম: হাবড়া ইউনিয়ন ভুমি অফিস।
২। অবস্থান: পার্বতীপুর হইতে দক্ষিনে ০৯ কিলোমিটার, ফুলবাড়ী হইতে উত্তরে ১৫ কিলোমিটার, বাইপাস রাস্তা সংলগ্ন হাবড়া বাজারে এস.এ- ০১নং খতিয়ানের ৫৩৪ নং দাগের ০.২২ একর ও ৫৩৫ নং দাগের ০.০৬ একর জমিতে অফিসটি অবস্থিত। বিখ্যাত হাবড়া হাট, জমিদার বাড়ী ও কাচারী পুকুর এখানকার প্রধান নান্দনিক বিষয়।
৩। আয়তন: মোট জমির পরিমাণ: ১০,২২১.১৮ একর।
৪। মৌজা: মোট মৌজার সংখ্যা-১৭টি।
৫। খাস জমি: মোট খাস জমির পরিমাণ-৪৭০.৮৯ একর।
সেবা সমুহঃ
১। অত্র ইউনিয়ন ভুমি অফিসে ভুমি উন্নয়ন কর গ্রহণ করা হয়।
২। অনলাইন ভুমি উন্নয়ন কর গ্রহণ করা হয়।
৩। উপজেলা ভুমি অফিস হইতে আগত চিঠি পত্রাদির জবাব যথা সময়ে প্রেরণ করা হয়।
৪। নামজারী/ জমাখারিজ মোকদ্দমার প্রস্তাব/ প্রতিবেদন প্রেরণ করা হয়।
৫। সরকারী খাস সম্পত্তি নিয়মিত পরিদর্শন করা হয়।
৬। অফিসে আগত সেবাগ্রহীতাকে সার্বিক বিষয়ে সু-পরামর্শ প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস